চারপাশ পরিস্কার রাখুন ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন।
মানুষের সেবা করা,রোগের পাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা করা।
০৯ আগষ্ট ২০১৯ নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এডিস মশার উৎপত্তিস্থল ধংসকরণের সমন্বিত উদ্যোগ নেয়া হয়।এবং ১০ আগষ্ট নোয়াখালী সরকারি কলেজ এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
বাংলাদেশে ডেঙ্গু রোগের পাদুর্ভাব বেড়ে যাওয়ার। সারা দেশের ন্যায় নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করার উদ্যোগ নেয়া হয়।এই সময় জেলা প্রশাসনের সাথে আমরা প্রায় ৩৫ জন রোভার ও গার্ল ইন রোভার একসাথে কাজ করি।আমরা নোয়াখালী শহর এর বিভিন্ন যায়গায় মশার উৎপত্তিস্থল খুঁজে খুঁজে সেগুলো ধ্বংস করি।এবং ২৫০ শয্যা মেডিকেল হাস্পাতালের আশপাশও পরিষ্কার করি।এবং ১০ ও ১১ইআগষ্ট নোয়াখালী সরকারি কলেজ প্রাঙ্গনেও কার্যকর অব্যাহত রাখি।
সবাই নিজের চারপাশ পরিস্কার রাখলে ডেঙ্গ প্রতিরোধ করা সম্ভব। সবাই ইমিলে সচেতন থাকলে আমরা সব রোগ থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারি।