Profile picture for user niloydewan80
Bangladesh

ভোটার হালনাগাদ ও নাগরিকত্ব সনদ বিতরন

ভোটার তথ্য হালনাগাদ ও নাগরিকত্ব সনদ বিতরনে সহায়তা প্রদান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৫৬নং ওয়ার্ডে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটার তথ্য হালনাগাদ ও নাগরিকত্ব সনদ বিতরণ। সেখানে সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপের প্রায় ২৩ জন স্কাউট এবং রোভার স্কাউট সাহায্য প্রদান করে। সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত নাগরিকত্ব সনদ বিতরণ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড অবস্থিত কামরাঙ্গীরচরে। কামরাঙ্গীর চরে প্রায় ২লক্ষ মানুষ বসবাস করে। তাঁর মধ্যে অধিকাংশ হচ্ছে ৫৬নং ওয়ার্ড এর বাসিন্দা। নতুন ভোটার হওয়ার জন্য সেখানে কাউন্সিলর মহোদয়ের তত্ত্বাবধানে সুফিয়া দেওয়ান ওপেন স্কাউট গ্রুপ এর সদস্যরা ১৭দিনে প্রায় ১১ হাজার মানুষকে নাগরিকত্ব সনদ প্রদান করে।
এই কার্যক্রম থেকে আমরা শিকতে পেড়েছি, কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, একজন জন সাধারনকে কিভাবে সেবা প্রদান করতে হয়, এবং এটাও শিখতে ও বুঝতে পেরেছি, ভুল তথ্য মানুষকে কিভাবে হয়রানি করে।
Started Ended
Number of participants
1
Service hours
10
Beneficiaries
150
Location
Bangladesh
Topics
Civic engagement
Humanitarian action

Share via

Share