ভিটামিন-এ প্লাস ক্যাপস্যুল ক্যাম্পিং ২০২৪
ভিটামিন এ- ক্যাপসুল খাওয়ান,শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা বাংলাদেশ এ একযুগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার।শনিবার (১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে দুই কোটির বেশি শিশুদের ভিটামিন এ-ক্যাপসুল খাওয়ানো হবে।
৬-১১ মাস বয়সী শিশু পাচ্ছে একটি করে নীল রংয়ের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশু পাচ্ছে একটি করে লাল রংয়ের ক্যাপসুল।
ভরপেটে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এবং জোর করে কান্নারত অবস্থায় ক্যাপসুল না খাওয়ানোর নির্দেশনা দেয়া হয়েছে,কারণ কান্নারত অবস্থায় ক্যাপসুল খাওয়ালে মুখের লালার সাথে ক্যাপসুলের তরল বেরিয়ে যেতে পারে। এতে কার্যকারিতা হারায়।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা:১.শিশুর রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধ করে।২.শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।৩. অন্ধত্বের চারটি প্রধান কারণের মধ্যে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত কর্নিয়ার রোগ ও কর্নিয়ার ক্ষত অন্যতম। এই ভিটামিনটির অভাবে আপনার শিশু রাতকানা হয়ে চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে।৪.ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লির স্বাস্থ্যরক্ষার কাজ করে।দেহ বৃদ্ধি,বিশেষ করে দেহের অস্থি কাঠামোর বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে ভিটামিন ‘এ’-এর সংযোগ রয়েছে।