ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন
আগামী ১৯ জুনের মধ্যে আপনার শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়াতে ভুলবেন না। মনে রাখবেন, ✅ ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ভিটামিন "এ" নীল ক্যাপসুল ✅ ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ভিটামিন "এ" লাল ক্যাপসুল ✅ এ ক্যাম্পেইন শুধুমাত্র ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য। ❎ যদি গত ৪ মাসে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, তবে পুনরায় এটির প্রয়োজন নেই। ⚠️ শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা বা কোন গুরুতর অসুখ থাকলে আগে ডাক্তারের পরামর্শ নিন। আপনি কি জানেন, ভিটামিন "এ" শিশুদের- ✅ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে, ✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ✅ ডায়রিয়া, হামের জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি কমায়। তাই আপনার এলাকার জন্য নির্ধারিত সময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে শিশুকে ইপিআই কেন্দ্রে নিয়ে আসুন। ভালো থাকুন।