Profile picture for user Niamul islam_1
Bangladesh

ভিটামিন 'এ' খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরকারের উদ্দেগে আমার এই প্রকল্পটি।
আমার প্রকল্পটি স্থানীয় স্কুলে ৬ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করেছিলাম।১২ থেকে ৬৯মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইছিলাম। সাথে সাথে মায়েদের বলেছিলাম শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ান
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রকল্পে আমরা প্রায় সারাদিনে 100 জন শিশুকে টিকা খাওয়েছি। উক্ত ভিটামিন এ এর জন্য ছোট ছোট শিশুরা অনেক রোগ থেকে মুক্তি পাবে এবং শিশু মৃত্যুর ঝুকি কমবে এবং ভিটামিনের অভাব হবে না। আমাদের উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি অভিভাবক অনেক খুশি হয়েছেন এবং সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন উক্ত প্রকল্প থেকে কোন সম্প্রদায় বা কোন জনগণের ওপর খারাপ প্রভাব পড়ে নাই।
এই প্রকল্প থেকে আমি শিক্ষা পেয়েছি , শিশুরা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ তাদের সুষ্ঠু বিকাশ আমাদের সামনে প্রজন্মকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুস্থ থাকা অনেক জরুরী।
Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Youth Programme
Health lifestyles
Healthy Planet

Share via

Share