Profile picture for user roverabidasultana
Bangladesh

ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনে সেবাদান

ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ন ভিটামিন যা শিশুদের জন্য অত্যাবশ্যকীয়। এই গুরুত্ব বিবেচনায় নিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সেবা দিতে উদ্বুদ্ধ হই, এবং সমাজে ইতিবাচক প্রভাব যেন পড়ে সে উদ্দেশ্যে কাজ করি।  

পৃথিবীকে সুস্থ্য ও সুন্দর করতে সারা দেশ ব্যাপি ১২ই ডিসেম্বর ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুসঠিত হয়। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। উক্ত ক্যাম্পেইনে কাজী আজিমউদ্দিন কলেজ গার্ল ইন রোভার স্কাউট গ্রুপ এর RSL জনাব চিত্রা সাহা ম্যাম এর নির্দেশে আমরা  সেচ্ছাসেবী হিসাবে কেন্দ্রে কাজ করি। শিশুদের বয়সভেদে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে সহযোগিতা করি। পাশাপাশি স্বাস্থ্যবার্তা পৌঁছে দেই।   

ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ালে শিশুদের মৃত্যুর হার কমে, এছারা অন্ধ হওয়ার ঝুকি কমে, পাশাপাশি সাধারণ জনগণের সাথে যোগাযোগ দক্ষতা ও সমাজের সকল প্রকার শিশুদের সাথে কিভাবে মিশে তাদের সঠিক স্বাস্থ্য বার্তা দিতে হয়। 

Number of participants
11
Service hours
8
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Better Choice
Health lifestyles
Inner peace and spirituality

Share via

Share