Profile picture for user arnobjoydher58@gmail.com
Bangladesh

ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে আমাদের অংশগ্রহণ।

ভিটামিন এ ক্যাপসুল শিশুদের জন্য কতটা উপকারী তা আমরা জানি,এর ধারাবাহিকতায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল বছরে ২ বার সারাদেশে খাওয়ানো হয়।এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন বিভিন্ন জায়গায় সামাজিক সংগঠন এর দ্বারা করা হয় এবং আমরা স্কাউটস এবং গার্ল ইন স্কাউটস এই ক্যাম্পেইন করি। এই ভিটামিন এ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।
আমরা স্কাউটরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে, প্রতিটি দলে ৪-৫জন সদস্য বিভিন্ন এলাকায় গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন করি। শিশুদের খুব আনন্দের সাথে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াই। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রং এর ১ টি ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রং এর ১ টি ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হয়। এই নিয়ম অনুসারে আমরা আমাদের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করি।
ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন করার সময় আমরা অনেক কিছু শিখেছি যেমন বাচ্চাদের সাথে মেশা।তাদের সাথে তাদের মত মজা করা। বাচ্চাদের সাথে মিশতে গেলেই তারাও খুব সহজে আমাদের সাথে মিশে যায়। ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন করে শিশুদের বিভিন্ন সমস্যার বিষয় জানতে পারি। এই ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন খুব আনন্দের ছিল।
Number of participants
4
Service hours
12
Beneficiaries
10
Location
Bangladesh
Topics
Health lifestyles
Healthy Planet
Partnerships

Share via

Share