Profile picture for user rubayet99
Bangladesh

ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন ২০২৫

শিশুদের অপুষ্টি রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করার চেতনা থেকেই আমি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করি। একজন রোভার হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল অনুপ্রেরণা।

মানিকগঞ্জ জেলার রোভার কর্তৃক আয়োজিত “ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন ২০২৫” দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে মানিকগঞ্জ সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপ এর কয়েকজন রোভার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমরা শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে সহায়তা করি, জনসচেতনতা বৃদ্ধি করি এবং ক্যাম্পেইনের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করি। ভিড় নিয়ন্ত্রণ, সঠিকভাবে শিশু বাছাই, ও পিতা-মাতাকে নির্দেশনা দেওয়ার কাজেও আমরা সহায়তা করেছি।

এই প্রকল্পের মাধ্যমে আমি বুঝেছি—শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করার জন্য সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ। রোভার হিসেবে সেবামূলক কাজে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি।

Started Ended
Number of participants
20
Service hours
12
Beneficiaries
350
Location
Bangladesh
Topics
Health lifestyles
Humanitarian action
Civic engagement

Share via

Share