
ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন ২০২৫
ছোট ছোট শিশুরা যেন অপুষ্টিজনিত রোগে না ভোগে—এই মানবিক চিন্তা থেকেই আমি এই ক্যাম্পেইনে অংশ নিই। মানিকগঞ্জ জেলার রোভারদের এমন একটি মহৎ উদ্যোগে অংশ নিয়ে আমি সত্যিকারের সেবার আনন্দ অনুভব করেছি, যা আমার রোভার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।
মানিকগঞ্জ জেলার রোভার কর্তৃক আয়োজিত ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনে আমাদের স্কাউট গ্রুপের কয়েকজন রোভার সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা জনবহুল এলাকায় গিয়ে ভিড়ের মধ্য থেকেও শিশু ও অভিভাবকদের শনাক্ত করি এবং তাদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কাজে সহায়তা করি। ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে অপুষ্টি প্রতিরোধ এবং সচেতনতা সৃষ্টি করা।
এই কার্যক্রমের মাধ্যমে আমি শিখেছি কীভাবে জনসেবামূলক একটি উদ্যোগ বাস্তবায়নের জন্য ধৈর্য, মনোযোগ এবং সহযোগিতা প্রয়োজন। রোভার হিসেবে আমি বুঝেছি, স্বাস্থ্যসেবায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা কতটা গর্বের এবং প্রয়োজনীয় একটি ভূমিকা।