
ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন
ভিটামিন 'এ' শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।পাশাপাশি চোখ ও শরীরের জন্য খুবই প্রয়োজনীয়।বাহ্যিক আবরণের কোষ ত্বক,দাঁত ও অস্হির গঠনের জন্য ভিটামিন 'এ' জরুরী।বিনামূল্যে ভিটামিন ক্যাপসুল শিশুদের খাওয়াতে পেরে ও সুন্দর ভবিষ্যত কামনা করে মনের ভিতরে প্রশান্তি বিরাজ করে।তাছাড়া সকলের সহায়তায় মনোবল আরো বাড়ে।
০১ জুন,২০২৪ সারাদেশব্যপী শিশুদের জন্য ভিটামিন 'এ' ক্যাপসুল ক্যাম্পেইন পালিত হয়। ৬-১১ মাসের শিশুদের জন্য নীল ও ১২-৫৯ মাস শিশুদের জন্য লাল ক্যাপসুল।আমরা নগরের গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্প বসাই যাতে পথশিশুসহ অন্যান্য সকল শিশুকে ক্যাপসুল খাওয়াতে সক্ষম হই এবং ৬ বছর বয়সের উর্দ্ধে শিশুদের মায়ের দুধ ও পুষ্টিকর খাবার প্রদানের পরামর্শ দিয়ে ছিলাম।আশে পাশের সকলের সহায়তায় আমরা খুব সহজেই আমাদের কাজ সম্পাদন করতে সক্ষম হই।
ছোট ছোট শিশুদের জন্য কাজ করতে পারা সত্যিই খুব আনন্দের।যে সকল শিশুরা সঠিক পুষ্টি পায় না তাদের অনেকাংশে উপকৃত হয়।শিশু মৃত্যুহার দমন সম্ভব।আজকের শিশু আগামীর ভবিষ্যত।।