Profile picture for user jarifrhaman@3710
Bangladesh

'ভিটামিন - এ' ক্যাম্পেইনে সেবাদান

প্রতি বছর ২বার আমাদের দেশে 'ভিটামিন - এ' ক্যাম্পেইনে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। টিকাদান কর্মীদের সাথে সেচ্ছাসেবক হিসেবে কাজ করে আমরা তাদের কাজকে কিছুটা সহজ করার চেস্টা করেছি।

১ই জুন সারাদেশ ব্যাপি ' ভিটামিন - এ ' ক্যাম্পেইন এ ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়। আমরা ৩জন স্কাউট সদস্য মিলে আমাদের নিকটতম সাস্থ্যকেন্দ্রে গিয়ে সেচ্ছাসেবক হিসেবে অংশ নেই।

দেশের যেকোন সেবাদান কর্মসূচিতে স্কাউটদের সেচ্ছাসেবক হিসেবে কাজ করা উচিত তাহলে দেশ এবং স্কাউটিং অনেকদূর এগিয়ে যাবে।

Number of participants
1
Service hours
5
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Growth
Better Choice
Humanitarian action
SDGS

Share via

Share