ভারত স্কাউটস এ্যাণ্ড গার্ল গাইড'(গুজরাট এবং মালদা) এর সাথে কিছু সময়
'ভারত স্কাউটস এ্যাণ্ড গার্ল গাইড' (গুজরাট এবং মালদা) থেকে আগত স্কাউটদের নিয়ে রাজধানী ঢাকা'র বেশকিছু ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করি আমরা 'বাংলাদেশ স্কাউটস, সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপ'। তাদের যথাযথ সম্মান পূর্বক আপ্যায়ন করতে আমরা যাথাসাধ্য চেষ্টা করি। এই অভিজ্ঞতা আমার ব্যক্তি জীবনকে অবশ্যই প্রভাবিত করবে ইন-শা-আল্লাহ।