Profile picture for user 1hasan
Bangladesh

A Beacon of Hope

একদিন আমি বাহিরে কাজে গিয়েছিলাম তাই বাসায় এসে আমার খাবার খেতে দেরি হয়। বাহিরে থাকাকালীন আমি লক্ষ্য করলাম আমি কিছুক্ষণ ক্ষুধার্ত থাকায় অনেকটাই অসুস্থ হয়ে পড়ি,তখন অসুস্থ অবস্থায় আমার মাথায় বারবার একটা কথা আসছিল তাহলে যারা অনেকদিন না খেয়ে থাকে তাদের কতটা অসুস্থ থাকার কথা। এরপর আমি এই প্রকল্পটি হাতে নি।

আমাদের এই প্রজেক্ট পরিচালনার সম্পূর্ণ টাকাটাই আমাদের জমানো তাই আমরা খুঁজে বের করার চেষ্টা করি কাদের খাদ্য বিতরণ করলে সবচেয়ে বেশি উপকৃত হয়,এরপর আমরা তাদের খাদ্য বিতরণ করি।

আমি প্রজেক্ট থেকে শিখলাম ক্ষুধার্ত ব্যক্তিদের কতটা কষ্ট হয়। তাদের জীবনধারা খুবই কাছে থেকে দেখলাম যার থেকে শিখলাম আমরা অনেকের থেকে অনেক ভালো আছি। সহানুভূতিশীল হতেও এটি আমাকে সাহায্য করেছে।

Started Ended
Number of participants
4
Service hours
5
Beneficiaries
7
Location
Bangladesh
Topics
Humanitarian action
Peacebuilding
Inner peace and spirituality

Share via

Share