বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগান পরিবেশ বাঁচান ।
অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে
সূর্যের আহ্বান...
প্রাণের প্রথম জাগরণে,
তুমি বৃক্ষ, আদিপ্রাণ...
পৃথিবীর সূচনালগ্ন থেকে গাছ অক্সিজেন, ফুল, ফল, ছায়া দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে।
আমাদের এই উপকারী বন্ধুর অস্তিত্ব রক্ষা করতে, পরিবেশকে আরো সুন্দর করতে, আসুন আমরা গাছ লাগাই.....
গাছের মতো উপকারী বন্ধু কোনো নাই,
ছায়াঘেরা গাছের নিচে শান্তি খুঁজে পাই।
গাছের ফলে পুষ্টি জোগায় পুরায় মনের সাধ,
আসুন সবাই গাছকে বাঁচাই মিলাই কাঁধে কাঁধ।