Profile picture for user hossainbiplobyyy@gmail_1
Bangladesh

বৃক্ষরোপন কর্মসূচি

আমাদের কলেজ সচারাচর শিক্ষার্থীতে পায়েচরিতে থাকে যদিও ক্যাম্পাসে অনেক গাছপালা রয়েছে তবুও বৃক্ষরোপন কর্মসূচি এর মূখ্য উদ্দেশ্য ছিল সকল শিক্ষার্থীকে বৃক্ষরোপন কর্যক্রমের দিকে ঝোক বাড়ানো বেশি বেশি গাছ লাগানোতে উদ্বুদ্ধ করা।
আমার প্রজেক্টটি আমার নিজের ক্যাম্পাসে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে বাস্তবায়ন করা হয় এবং প্রজেক্টটি বাস্তবায়নের পরে আরো অনেক রোভার এবং সাধারণ শিক্ষার্থী আগ্রহী হন উক্ত কাজে আমাদের সাহায্য করতে
প্রজেক্টটি বাস্তবায়নের ফলে আমারা যে গাছগুলো লাগাইছি সেগুলো অনেক সুন্দরভাবে বড় হয়ে উঠেছে সাথে কিছু ফল গাছের ফলও রোভাররা খাওয়ার সুযোগ পাচ্ছে এবং আরে রোভার ও সাধারন শিক্ষার্থীরা গাছ লাগানোর কাজে আগ্রহ প্রকাশ করছেন
বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে আমরা শিখতে পারি গাছ লাগনো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিজেদের দৈনন্দিন কাজেও সাহায্য পেতে পারি
Number of participants
72
Service hours
432
Beneficiaries
4000
Location
Bangladesh
Topics
Healthy Planet
Health lifestyles
Growth
SDGS

Share via

Share