Bangladesh

বৃক্ষরোপণ কর্মসূচি

গত ০২/০৯/২০২০ইং তারিখ বুধবার বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী সম্পূর্ণ করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সচিব ও চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার কমিশনার জনাব মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সভাপতি ও চীফ প্ল্যানিং জনাব মোঃ মাহবুব মোর্শেদ চৌধুরী, চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার সম্পাদক জনাব মোহাম্মদ আজিজুল মওলা, চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার প্রাক্তন সম্পাদক জনাব গোলাম মর্তুজা, চট্টগ্রাম বন্দর রোভার গ্রুপের প্রাক্তন সভাপতি জনাব ডা.সরওয়ার, জাতীয় উপ-কমিশনার জনাব মশিউর রহমান (প্রোগ্রাম), জাতীয় উপ-কমিশনার জনাব মোঃ শাহীন (এক্সটেনশন), চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার যুগ্ম-সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা রোভার নেতা জনাব বাবুল দাশ, জেলা স্কাউট নেতা জনাব ফয়েজ আহমেদ, জেলা কাব নেতা জনাব মোঃ বাবু, জেলায় সহযোজিত সদস্য জনাব মোঃ কামাল হোসেন সহ আরো অনেক। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলার পক্ষ হতে জেলার সব দলের মধ্যে বৃক্ষ বিতরন করা হয়। এতে প্রায় #ফলজ গাছের সংখ্যা ছিল ২৭টি # ঔষধি গাছের সংখ্যা ছিল ৪৮টি ও #বনজ গাছের সংখ্যা ছিল ১২১টি গাছের চারা বিতরন ও রোপন করা হয়।
Number of participants
62
Service hours
186
Topics
Personal safety
Youth Programme
Legacy BWF
Partnerships

Share via

Share