বৃক্ষরোপণ কর্মসূচি
"গাছ লাগাই,পরিবেশ বাচাঁই" এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করি।পরিবেশের একটি গুরুত্ব উপাদান হলো গাছ।যা দিন দিন কমে যাচ্ছে।এর ফলে পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে। পরিবেশ কে রক্ষা করতে হলে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে।
প্রথমে বৃক্ষরোপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আমার ইউনিট লিডার এবং ইউনিটের রোভার সদস্যদের সাথে আলোচনা করি। পরবর্তীতে আমরা একমত হই যে আমাদের পরিবেশ কে আমাদেরই রক্ষা করতে হবে।এরপর আমার ইউনিট লিডার ও আমিসহ আরো ১১ জন রোভার সদস্য মিলে নিজস্ব অর্থায়নে ২০০০ টি বিভিন্ন উদ্ভিদের চারা ক্রয় করি এবং তা বিভিন্ন জায়গায় রোপণ করি।
পরিবেশ কে রক্ষা করতে গাছের বিকল্প আর কিছু হতে পারে না।গাছ পরিবেশের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান।গাছ বায়ু থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশে জীবের বেঁচে থাকার জন্য সবথেকে জরুরী উপাদান অক্সিজেন ছাড়ে।তাছাড়া গাছ আমাদের খাদ্য,বাসস্থানসহ আরো অনেক জরুরী জিনিস প্রাদ করে থাকে