Profile picture for user md hamim
Bangladesh

বৃক্ষরোপণ

গাছ লাগান পরিবেশ বাঁচান। আমাদের প্রকৃতিতে গাছ লাগানো খুব দরকার কারন আমদের তুলনা মুলক গাছের সংখ্যা কম। এজন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন । গাছ পরিবেশের সৌন্দর্যও বৃদ্ধি করে। গাছ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না বরং মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে।
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি বার্ষিকী স্বরূপে, মতিঝিল ও শাহজাহানপুর এলাকার রাস্তার আইলেনে গাছ লাগানোর উদ্যেগ গ্রহন করা হয়। রোভার ও স্কাউট সদস্যরা সারাদিন রাস্তার আইলেনে নিম,মেহগনি,ঝাউ গাছ লাগায়
রাস্তার আইলেনে বৃক্ষরোপণ কর্মসূচি করার ফলে উক্ত বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়াবে না, মাটির ক্ষয় রোধ করবে, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করবে । নিম গাছ লাগানোর ফলে আশেপাশের মানুষগুলোর জীবনএর ঝুঁকিও কমে গেলো।
একতা হয়ে কাজ করলে যেকোনো কাজ খুব সহযে এবং নিষ্ঠার সাথে করা যায়। একতাই বল। প্রকৃতির জন্য ভালো হবে এমন কাজ সকলে মিলে করলে প্রকৃতির জন্য ভালো এবং ব্যাক্তিগত জীবনের জন্য ভালো এবং কল্যানকর হয়
Number of participants
30
Service hours
180
Beneficiaries
1500
Location
Bangladesh
Topics
Health lifestyles
Peacebuilding
Nature and Biodiversity

Share via

Share