বৃক্ষ রোপন কর্মসূচি ২০২০
গাছ আমাদের পরম বন্ধু। মানুষ ও প্রাণীর বেঁচে থাকার মূল দুটি উপাদান হচ্ছে বায়ু (অক্সিজেন O2) ও পানি (H2O)। এ দুটি উপাদানই গছের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
আমাদের পর্যাপ্ত বনায়ন নেই। যে কারণে পর্যাপ্ত বনায়ান গঠনের লক্ষে রাণি বিলাসমণি মুক্ত রোভার স্কাউট গ্রুপ বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেন। ২৮ আগষ্ট ২০২০ এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।