বৃক্ষ রোপন কর্মসূচী
কক্সবাজার জেলা নৌ স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন হয়েছে। ৪ আগস্ট শুক্রবার সকাল ১০টায় নৌবাহিনী ফরোয়ার্ড বেসে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার জেলা নৌ স্কাউটস সচিব লে. হারুন-উর- রশিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার মোহাম্মদ ইলিয়াস, অফিস ইনচার্জ পিটি অফিসার মো. আলম, সহকারী ইউনিট লিডার শাফকাত শাহরিয়ার, মিনহাজ ফয়সাল'সহ নৌ রোভার, গার্ল ইন নৌ রোভার, নৌ স্কাউট,গার্ল ইন নৌ স্কাউট'র সদস্যবৃন্দ।