বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন।
এসিয়ান রির্সাস ফাউন্ডাশন ও নামিজান আফতাবি ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্রামীণ ফ্রেন্ডস এর তত্ত্বাবধানে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলার, কালিয়া হরিপুর, ছোনগাছা ইউনিয়ন এর চরান্চলের ৮৫০ টি অসহায় দুস্থ পরিবারের মাঝে ১৫ কেজি চাল,২ কেজি ডাল,২ কেজি তেল,৩ কেজি আলু,১ কেজি লবন বিতরন করা হয়।
সার্বিক সহযোগিতায়ঃ সেবা মুক্ত স্কাউট গ্রুপ,সিরাজগঞ্জ ও রেসকিউ ফর সিরাজগঞ্জ টিম।
#৪ আগস্ট ২০২০