Profile picture for user one.murtuzasjim_1
Bangladesh

বন্যায় আক্রান্তদের মাঝে খাবার এবং ঔষধ বিতরণ

একজন রোভার আমাদের মটো হলো সেবা। আমাদের সকলের উচিত অন্যের বিপদ কিংবা যেকোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো।
আমরা জামালপুর জেলার ইসলামলুর উপজেলায় বন্যা আক্রান্ত মানুষদের মাঝে শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছি। আমরা বিভিন্ন ভাবে আমাদের ফান্ড কালেকশন এবং নিজেদের তহবিল থেকে কালেকশন করে আমরা এই প্রজেক্ট টি সম্পন্ন করেছি
আমরা প্রায় ৪০০ টি পরিবারে মাঝে আমাদের ত্রাণ সামগ্রী দিয়েছি, আমরা যেখানে এই প্রজেক্ট সম্পন্ন করেছি সেখানে থেকে মানুষ বের হয়ে বাজার কিংবা খাবার সংগ্রহ করা সম্ভব ছিল না। কারন চতুর্দিকে পানি আর পানি, আমরা বলতে পারি পরিবার গুলোর মুখে হাসি ফোটাতে পেরেছিলাম
প্রজেক্ট টির মাধ্যমে আমি শিখেছি কিভাবে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে হয়, মানুষের বিপদ এবং প্রাকৃতিক দুর্যোগে কিভাবে এগিয়ে আসতে হয় ।
Started Ended
Number of participants
25
Service hours
300
Beneficiaries
400
Location
Bangladesh
Topics
Health lifestyles
Humanitarian action
Responsible consumption
Initiatives
Environment and Sustainability
Peace and Community Engagement

Share via

Share