Profile picture for user junaid_ahamed
Bangladesh

বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।

কুমিল্লায় বন্যা কবলিত মানুষজন অনেক বেশি বিপদের মুখে পড়ে যায়। কেননা কুমিল্লায় বন্যা পরিস্থিতি এর আগে লক্ষ্য করা যায় নি। তাই আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই।

বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে আমরা টানা ৬ দিন ব্যাপী কাজ করি৷ বন্যার্তদের জন্য শুকনা খাবার, সেলাইন, জরুরি ঔষধ, বিশুদ্ধ খাবার পানি এবং মহিলাদের সেনেটারি নেপকিন প্রদান করি। যেসকল মানুষ পানির কারণে তাদের ঘরে আটকা ছিলো, আশ্রয়কেন্দ্রে যেতে পারে নি সেসব মানুষদের হাতে হাতে আমরা ত্রাণ পৌঁছে দেই।

এই প্রজেক্টটি করার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করি বন্যায় মানুষ কতটা কষ্টে জীবনযাপন করছিলো। প্রতিকূল পরিবেশে মানুষের পাশে ছুটে চলার শিক্ষা অর্জন করি এই প্রজেক্টের মাধ্যমে। এবং দলগত কাজ করার অভিজ্ঞতা অর্জিত৷ হয়।

Started Ended
Number of participants
1
Service hours
36
Beneficiaries
900
Location
Bangladesh
Topics
Humanitarian action
Youth Engagement

Share via

Share