Profile picture for user shawon123sa@gmail.com_1
Bangladesh

"বন্যা পরবর্তী সময়ে রাস্তা মেরামত কাজে সহযোগিতা"

গ্ৰামীন প্রতিকূল অঞ্চলে যোগাযোগের একমাত্র মাধ্যম রাস্তা। ঘূর্ণিঝড়ের ফলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, একজন রোভারের সমাজসেবামূলক মনোবলের প্রকাশস্বরুপ উক্ত প্রজেক্টি করতে অনুপ্রাণিত হয়েছি আমি।
আমরা ৫জন রোভার সদস্য কুষ্টিয়া জেলার কমলাপুর বাজার সংলগ্ন এলাকার একটি রাস্তার বিভিন্ন স্থানে মেরামত কাজ করেছি। ফলে উক্ত এলাকার মানুষ খুব সহজেই রাস্তা দিয়ে চলাফেরা করতে সক্ষম হচ্ছে।
এই কাজটি করার ফলে একদিকে এলাকার মানুষ উপকৃত হবে ঠিক তেমনি রাস্তা মেরামতের ব্যায় অনেকাংশে কমে গিয়েছে। এখন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।
এই প্রজেক্টটি থেকে দুর্গম এলাকায় কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয় তা শিখেছি এবং কিভাবে রাস্তাঘাট মেরামত করা যায় সে সম্পর্কে আরো বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছি
Started Ended
Number of participants
5
Service hours
60
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Clean Energy
Global Support Assessment Tool
Initiatives
Environment and Sustainability

Share via

Share