বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মানুষ খাদ্য ছাড়া বাঁচতে পারে সাত দিন, পানি ছাড়া বাঁচতে পারে চার দিন, কিন্তু অক্সিজেন ছাড়া চার মিনিট ও বাঁচতে পারে না।আর আমাদের অক্সিজেনের সবচেয়ে বড় যোগান হলো গাছ।গাছ ই আমাদের বন্ধু যে আমাদের কোনো কারণ ছাড়াই সর্বদা অক্সিজেন সরবরাহ করে। তাই মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২১ সালের মধ্যে ২১ লক্ষ বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ছোট একটু অবদান।
Number of participants
12
Service hours
120
Topics
Global Support Assessment Tool
SDGS

Share via

Share