বঙ্গবাজার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড
বঙ্গবাজার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার, বাংলাদেশ স্কাউটের বিভিন্ন রোভার ও স্কাউট দলের প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকার বঙ্গবাজারে প্রায় ৩ হাজার দোকান পুড়ে ছাই হয়েছে। প্রাথমিক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩০৫ কোটি টাকা। আর এই ক্ষতির পিছনে দায়ী সিগারেটের আগুন। কী কারণে বঙ্গবাজারে এই আগুন লাগে তা জানতে তদন্ত কমিটি গঠন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সকালের মধ্যে একতা দেখে আমরা সকলে অনেক আনন্দিত হই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। সকল ভেদাভেদ ভুলে।