বিশ্ব পরিবেশ দিবসে "বৃক্ষরোপণ"
বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা,অনলাইনে তার ছবি ভিডিও পোস্ট করে জনসচেতনতা সৃষ্টি করা ও পরিবেশে সবুজের পরিমাণ বৃদ্ধি করে বৈশ্বিক উষ্ণনায়ন কমানো এই প্রোজেক্ট এর মুল উদ্দেশ্য।
পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমাদের পরিবেশকে সুস্থ , সুন্দর ও বসবাসযোগ্য রাখতে গাছ রোপণ করার পাশাপাশি ফেলে দেয়া বস্তুর পুনর্ব্যবহার নিশ্চিত করা, বিভিন্ন ব্যবহার্য ও সৌন্দর্যবর্ধক সামগ্রী তৈরি করা ইত্যাদির মাধ্যমে সমতট মুক্ত স্কাউট গ্রুপের কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের "বিশ্ব পরিবেশ দিবস" উদযাপন করার ছোট্ট প্রয়াস ছিল এটি।
#WorldEnvironmentDay
#Dontwasteplastic
#Planttree
রোভারা তাদের বাসার ছাদ ও বাসার আসেপাশে বৃক্ষরোপন করে ও পরিবেশ রক্ষায় কাজ করে।
রোভারা তাদের বাসার ছাদ ও বাসার আসেপাশে বৃক্ষরোপন করে ও পরিবেশ রক্ষায় কাজ করে।