বিনামূল্যে ঠান্ডা পানির বোতল ও ওর স্যালাইন বিতরণ
তীব্র তাপদাহে যখন জনজীবনে বিপর্যস্ত। দৈনিক তাপমাত্রা ছিল ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস! এসময় অনেক শ্রমজীবি মানুষ, রিকশাচালক অনেক গরমে, রোদে কষ্ট করে কাজ করে যাচ্ছেন জীবিকার তাগিদে। যা তাদের শরীরের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাদের তৃষ্ণাত্ম মেটানো এবং শরীরের এনার্জি বাড়ানোর জন্য আমাদের উক্ত কার্যক্রম পরিচালনা করা।
কাহালু সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্যদের নিজস্ব অর্থায়নে, ২০০ পিস বিশুদ্ধ পানির বোতল ও ওর স্যালাইন ক্রয় করি। তারপর বোতল গুলো ঠান্ডা করে, কাহালু উপজেলার বিভিন্ন স্ট্যান্ড, বাজারে, রিকশাচালক, দিনমজুর, সাধারণ মানুষদের মাঝে তা বিনামূল্যে বিতরণ করি। এ কাজে আমি স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করি। ৮ জন রোভার সদস্য মিলে বেলা ১০ টা থেকে কাজ শুরু করে,, বিকাল ৩ টায় কাজ সম্পন্ন হয়।
অতিরিক্ত গরমে, মানুষ যখন হাসফাস করছে, বেহাল দশায় তাদের শারীরিক অবস্থার অবনতি এসময় তাদের পাশে দাঁড়াতে পেরে, তাদের সেবা প্রদান করতে পেরে নিজেকে একজন সেচ্ছাসেবক হিসেবে গর্বিত মনে করি। প্রতিটি দূর্যোগে আমাদের সেবা প্রদানে এগিয়ে যেতে হবে, উক্ত বিষয় উপলব্ধি করতে পারি।