বিনামূল্যে 'মাস্ক' বিতরণ
"সকলেই 'মাস্ক' পরি,
'করোনা'- কে জয় করি"।
এই প্রতিপাদ্য নিয়ে বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি( BUET alumni) ও বুয়েট শিক্ষক সমিতি(BUETTA) এর সৌজন্যে এবং বাংলাদেশ স্কাউটস এর সহযোগিতায় গত (১১/১২/২০২০) টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর রোভার স্কাউট সদস্যরা জেলা রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক শেখ আরিফুর রহমান (রাজু) স্যার এর নেতৃত্বে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, মহাখালী রেলওয়ে গেইট, মহাখালী কাচা বাজার সহ আশেপাশের সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ১৮০০ মাস্ক বিতরণ করে থাকে।এবং করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউকে মোকাবেলার জন্য সব সময় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।
এই মহতী উদ্যোগে টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর সদস্যরা সাফল্যের সাথে অংশগ্রহণ করে থাকে।