বিজয় এর ইদ-উল-আযহা বস্ত্র বিতরণ প্রজেক্ট-২০১৮
২০১৮ এর ইদ-উল-আযহাকে সামনে রেখে অসহায়, দরিদ্র মানুষের মাঝে ও পথশিশুদের মাঝে প্রায় ২৫০ মতো নতুন বস্ত্র বিতরণ করা হয় বিজয় সংগঠন এর রাজশাহী জোনে। আমাদের সকলের খুদ্র প্রচেষ্টা ছিলো অসহায় মানুষ ও পথশিশুদের মাঝে একটুক্র হাসি ফোটানোর।