বিজয় দিবস উপলক্ষে "১৬ টাকার বাজার "
লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ এর ইভেন্ট "১৬ টাকার বাজার" এ আজ শহরের কেন্দ্রীয় ঈদগাহ তে ১৬ টি অস্বচ্ছল পরিবারের মাঝে চাল,আলু,ডাল,বেগুন সহ ৮ রকমের নিত্যপ্রয়োজনীয় ১ সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাধীনতার ৪৯ তম বর্ষপূর্তি তে লাল সবুজ সোসাইটি নারায়ণগঞ্জ এর স্বেচ্ছাসেবীরা বিজয় কে খুঁজে পেয়েছিল এই মানুষগুলোর হাসির মাঝে।