বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায়  অনুষ্ঠিত হলো  Messenger Of Peace (MoP) প্রশিক্ষণ।
Profile picture for user Yeasen Hossain Emon_1
Bangladesh

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো  Messenger Of Peace (MoP) প্রশিক্ষণ।

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ২৭-৩০ জুন ২০১৯ বাংলাদেশ স্কাউটস , ঢাকা মেট্রোর নিজাম হলে অনুষ্ঠিত হলো  Messenger Of Peace (MoP) প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল প্রথম সম্পাদক মো: আফজাল হোসেন। এই প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষননার্থীরা MoP, Better World,MoP Project Managment, Scout.org Account Creating, Mop Create Project সম্পর্কে জানতে ও শিখতে   পারেন। এই প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী ও ১০ জন প্রশিক্ষক ছিলেন। উক্ত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন মো: রফিকুল ইসলাম খান ,জাতীয় কমিশনার (আন্তর্জাতিক)বাংলাদেশ স্কাউটস ও বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন মো: নাজমুল হক নাজু ,জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং)বাংলাদেশ স্কাউটস। উক্ত  প্রশিক্ষন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস Messenger Of Peace (MoP) এর কো-অর্ডিনেটর জুবাইর ইউসুফ।

Started Ended
Number of participants
50
Service hours
1200
Location
Bangladesh
Topics
Legacy BWF
Communications and Scouting Profile

Share via

Share