বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা ১০ম বার্ষিক (  ত্রৈ-বার্ষিক)  সাধারণ সভা

বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা ১০ম বার্ষিক ( ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা

বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা ১০ম বার্ষিক ( ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত: বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে ২৯ ফেব্রুয়ারি ২০২০ খ্রি. ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় ১০ম বার্ষিক ( ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কাউন্সিল সভার সভাপতিত্বে করেন জনাব ড. ফারুক আহাম্মদ, জেলা প্রশাসক সিরাজগঞ্জ ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা। অনুষ্ঠান শুরুতে প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা কমিশনার ড. জান্নাত আরা হেনরী। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক (সিরাজগঞ্জ ও পাবনা) মোঃ রাজীব আহম্মেদ. বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জনাব মোঃ ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), জনাব মোঃ আবু তাহের মিয়া ( এল. টি), ত্রৈ বার্ষিক) সাধারণ সভার দ্বিতীয় পর্বে আলোচ্য সূচি অনুযায়ী সভার কার্যক্রম শুরু হয়। বিগত ৩ বৎসরের জেলা স্কাউটসের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠ করেন সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সন্মানিত সম্পাদক সরকার ছানোয়ার হোসেন ( এল. টি) অত্বপর পরবর্তী ৩ বৎসরের জন্য নির্বাহী কমিটি গঠন কল্পে নির্বাচনের আহব্বান জানানো হয়। কোন প্রতিধন্ধিতা না থাতায় নিম্নোবর্ণীত পদগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে পদ গুলি পূরণ করা হয়। সহ -সভাপতি পদে ৫ জন মনোনিত করা হয়। কমিশনার পদে সকলের সম্মতিক্রমে পুনরায় ড. জান্নাত আরা হেনরী, সম্পাদক পদে সকলের সম্মতিক্রমে সরকার ছানোয়ার হোসেন ( এল. টি) কে পুনরায় সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। যুগ্ন সম্পাদক পদে মোঃ সাহেদুর রহমান কে ও কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আব্দুল মজিদ কে সহ মোট ৩জন কে অডিটর মনোনিত করা হয়। উক্ত সিরাজগঞ্জ জেলা স্কাউটস. ১০ম বার্ষিক সাধারণ সভায় সকল উপজেলা স্কাউটসের কমিশনার -সম্পাদক, উপজেলা কাব লিডার, স্কাউট লিডার মহাদয়গণ কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন। এবং নবনির্বাচিত কমিশনার ড. জান্নাত আরা হেনরী ও নবনির্বাচিত সম্পাদক সরকার ছানোয়ার হোসেন ( এল. টি) সকল কাউন্সিলর ও সদস্যদের কে ধন্যবাদ জানান। আর কোন আলোচনা না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব মোঃ ফিরোজ মাহমুদ সভার সমাপ্ত ঘোষণা করেন।
Number of participants
85
Service hours
425
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Growth
Partnerships
Communications and Scouting Profile

Share via

Share