বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত "রাজশাহী ও রংপুর  বিভাগীয়  সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ" অনলাইন জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত।
Profile picture for user roverscoutrabbi2@gmail.com_1
Bangladesh

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত "রাজশাহী ও রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ" অনলাইন জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত "রাজশাহী ও রংপুর বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ" অনলাইন জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত। ওয়ার্কশপটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক নাজু। ওয়ার্কশপে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ. কে. এম. সেলিম চৌধুরী এবং ওয়ার্কশপ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার প্রোগ্রাম, শরীফুল ইসলাম। ওয়ার্কশপ সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক, ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের (উপ -পরিচালক) পি.আর.এস. আবুল খায়ের, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সম্পাদক মো: সৈয়দ জাহাঙ্গীর আলম পি.আর.এস । উক্ত ওয়ার্কশপটি সফল ভাবে সম্পূর্ণ করতে সার্বিক ভাবে সহায়তা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় সিনিয়র রোভার মেট ও রোভার নেতা প্রতিনিধি বৃন্দ। অংশগ্রহণকারী রোভার ও গার্ল-ইন রোভার বৃন্দের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলে পি.আর.এস. ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি পাবে বলে প্রধান অতিথির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক নাজু।
Number of participants
105
Service hours
420
Topics
Good Governance
Legacy BWF
Youth Engagement
Youth Programme

Share via

Share