বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনলাইনে আলোচনা সভা ।
২১ শে এপ্রিল, ১৯৭৬ইং তারিখে বাংলাদেশ সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া মন্ত্রণালয়ের সভায় "বাংলাদেশ সী স্কাউট " বাংলাদেশ বয় স্কাউট - এর একটি অঞ্চল হিসেবে নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এবং পরিচালনার স্বীকৃতি পায়।
বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনলাইনে ঢাকা জেলা নৌ অনলাইনে আলোচনা সভা আয়োজন করেন।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট লিডার জনাব আবু জাফর সাব্বির আহমেদ স্যার এবং ঢাকা জেলা নৌ স্কাউট এর সম্মানিত লিডারগন। উক্ত অনলাইন আলোচনা সভায় ঢাকা জেলার নৌ স্কাউটস এর কাব,স্কাউট এবং রোভার অংশগ্রহণ করেন।
#searegion
#BangladeshScoutsSeaRegion