বাংলাদেশ স্কাউটস, কৃমিল্লা অঞ্চল মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক মতবিনিময় সভা
Profile picture for user akram sarker_1
Bangladesh

বাংলাদেশ স্কাউটস, কৃমিল্লা অঞ্চল মেম্বারশীপ রেজিষ্ট্রেশন বিষয়ক মতবিনিময় সভা

উক্ত সভায় উপস্থিত ড.মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস, সৈয়দ রফিক আহমেদ, জাতীয় কমিশনার (মেম্বারশীপ রেজিস্ট্রেশন), বাংলাদেশ স্কাউটস, প্রফেসর মোঃ আবদুস ছালাম, সভাপতি, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল, আরও উপস্থিতি ছিলেন অঞ্চল, জেলা ও উপজেলা পযায়ের মেম্বারশীপ রেজিষ্ট্রেশনের এডমিনগন। উক্ত অনুষ্ঠানের আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।
Number of participants
99
Service hours
594
Location
Bangladesh
Topics
Growth
SDGS

Share via

Share