আয়কর মেলায় সেবা কার্যক্রম - ২০২০
বিগত বছরের ন্যায় এ বছরও আয়কর মেলা ২০২০ (কর অঞ্চল-০৩) -এ টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর রোভার সদস্যরা সফলতার সাথে এ দায়িত্ব পালন করে।
আয়কর মেলার শৃঙ্খলা নিয়ন্ত্রণ, রিটার্ন ফরম পুরন এ সহায়তা প্রদান, সিনিয়র সিটিজেনদের মেলা প্রাঙ্গণে সকল কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা প্রদান করা, জরুরী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান সহ নানাবিধ কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে।
উল্লেখ্য যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আয়োজিত আয়কর মেলার বিগত বছরগুলোতে এয়ার রোভার গণ ঢাকাসহ সর্বমোট পাঁচটি জেলায় একযোগে সেবা প্রদান করে।
#TSOASG