আসুন বানভাসী মানুষের পাশে দাঁড়াই। (ত্রাণ বিতরণ)
আমি মানুষ সেবা করতে চাই। সেজন্য আমি ত্রাণ দিতে গেছি মানিকগঞ্জ। সেখান৷ মানুষ বন্যা কবলিত হয়েছে। তাই আমরা সবাই মানিকগঞ্জে গিয়ে ত্রাণ দিয়ে এসেছি।
দিন বুধবার। আবহাওয়া ছিল মেঘলা মেঘলা ভাব। এর মধ্য দিয়ে আমরা ত্রাণ দিয়েছি। আমরা ট্রাক ভাড়া করে ঢাকা থেকে মানিকগঞ্জ গিয়েছি। সেখানে থেকে বন্যা কবলিত এলাকাতে ট্রলার করে গিয়েছি। সেখানে মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। স্থানীয় নেতা সহায়তা ত্রাণ বিতরণ করতে পেরেছি। আমরা ১০০ টা পরিবারকে ত্রাণ দিতে সক্ষম হয়েছি। পরে একটা বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে ঢাকা ফিরে এসেছি।
#ASG
#Rovering_Bangladesh
তারা তাদের ত্রাণ পেয়েছে যেন তারা কয়েকদিন খেতে পারবে। কারণ তাদের জমি নষ্ট হয়ে গেছে তাই তারা তাদের আঞার যোগাড় করতে পারছে না। এই ত্রাণ মাধ্যমে তারা কিছুটা হলে উপকৃত হবে।
মানুষ সাথে মিশতে শিখেছি। তারপর সময়ানুবর্তিতা শিখেছি। এর সাথে মানুষকে কীভাবে সাহায্য করতে হয়। এটা সবচেয়ে বড় শিখন।