Profile picture for user mahim shahriar mahi__8Z
Bangladesh

অসহায়দের মধ্যে সাহায্য

আমাদের দেশে সিলেটে একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়।সিলেটে এক ভয়াবহ বন্যা হয়।এর ফলে অনেক মানুষের ক্ষতি সাধিত হয়।এমতবস্তায় দিনাজপুর থেকে ৫০ জনের একটি টিম যাচ্ছে সিলেটে।দিনাজপুরের সকল স্কাউটের সাথে সম্পৃক্ত ব্যাক্তিবর্গ আমদের সেখানে যেতে অঅনুপ্রানিত করে
আমরা বন্যার পরে সকাল মানুষকে বিশুদ্ধ পানি বিতরণ করে এই পানিতে অনেক মানুষ খান খাওয়া-দাওয়া করে বন্যার পরে সিলেট বাংলাদেশের সিলেটে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয় এর জন্য অনেক মানুষই বিশুদ্ধ পানি খুজে কিন্তু বিশুদ্ধ পানির অনেকে অভাব ছিল আমরা গ্রামে গ্রামে গিয়ে কোথায় মানুষদের বিশুদ্ধ বিস্কুট এবং খাবার পানি বিতরণ করে আমাদের সাথে প্রায় ৫০ জন দিনাজপুর স্কাউট ও রোভারের সদস্য ছিল

এই প্রজেক্ট এর মাধ্যমে গ্রামে গ্রামে বিশুদ্ধ পানির অভাব দূর হয়। অনেক মানুষ বিশুদ্ধ পানি না পেয়ে অসুস্থ হয়ে গেছে আমরা তাদের খাবার স্যালাইন ও বিতরণ করি খাবার স্যালাইন সহ আমরা অনেক ঔষধপত্র ও জরুরী ঔষধপত্র বিতরণ করে।এর মাধ্যমে প্রায় ১০০ জন উপকৃত হয়

আমদের এই প্রযেক্ট থেকে আমরা অনেক কিছু শিখেছি।আমরা দেখেছি কিভাবে অসহায় মানুষেরা কষ্ট করেছে এই বন্যার মধ্যে।আমারা তাদের জীবনের অবস্তা খুব কাছ থেকে লক্ষ্য করেছি
Started Ended
Number of participants
50
Service hours
24
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Good Governance
Humanitarian action
Communications and Scouting Profile

Share via

Share