আপনার শিশুকে টিকা দিন
বাংলাদেশের প্রায় অধিকাংশ শিশু ভিটামিন-এ এর অভাবে চোখের সমস্যায় ভুগে,তাদের Immune system দুর্বল থাকে।ফলে তারা সহজেই নানা রোগে আক্রান্ত হয়ে যায়।তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বছরের নানা সময় বিনামূল্যে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন করে।তাই আমিও এই মহৎ কাজে অংশগ্রহণ করি।
গত ২০/০৩/২০২৩ সকাল ৮ টায় আমরা মোট ১৬ জন স্কাউট আমাদের স্কাউট ডেন র পাশে থাকা 'নগর মাতৃসদন ' নামক স্বাস্থ্য সেবা কেন্দ্র এ পৌছাই।এবং ৮:৩০ টা থেকে ক্যাম্পেইন শুরু হয়। আমরা দুপুর ১২ টা পর্যন্ত সেবা দেই, পরবর্তীতে প্রথম গ্রুপ র বদলি হিসেবে দ্বিতীয় গ্রুপ সেবা দিতে আসে। এভাবে আমরা মোট ২৭ জন স্কাউট সেবা দেই। এবং বিকাল ৫ টা পর্যন্ত সেবা দেয়ার চেষ্টা করি।
আমাদের এই ক্যাম্পেইন এর মাধ্যমে ৪৭০ জনের মতো মানুষ উপকৃত হয়েছেন বলে আমাদের বিশ্বাস।
ছোট ছোট বাচ্চাদের জন্য কাজ করতে পারা খুবই আনন্দের। এই প্রজেক্ট এর জন্য অনেক দরিদ্র পরিবারের শিশুরাও বিনামূল্যে ভিটামিন-এ প্লাস পায়। এতে সবার জন্য সমান স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এরকম আরো প্রজেক্ট করবো।