আপনার শিশুকে টিকা দিন।
আজ ২৬ ডিসেম্বর ২০২০ ইং সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১২ ডিসেম্বর ২০২০ ইং থেকে ২৪ জানুয়ারি ২০২১ ইং ছয় সপ্তাহ আয়োজিত "হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন "- এর প্রথম দিনে ৪৩ নং BGB ক্যাম্পে গিয়ে BGB অফিসার এবং সৈনিকদের সন্তানদের (৯ মাস থেকে ১০ বছরের কম) বয়সদের টিকা দেওয়া হয়।উক্ত আয়োজিত টিকা দান ক্যাম্পে প্রধান টিকা দান কর্মী হিসেবে দ্বায়িত্বরত ছিলেন স্যার কাজী জসিম ও আমি এবং আমার স্থানীয় রোভার বন্ধু মোঃ তারেক সেচ্ছাসেবক হিসেবে কাজ করি।
"সোনামণিদের টিকা দেয়া একজন দ্বায়িত্ববান মা-বাবা সবচেয়ে বড় কাজ"
নামঃঅরূপ বৈষ্ণব।
BS ID:AJ7510
ইউনিটঃরাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।