Profile picture for user Nasim_ahmmed_1212_1
Bangladesh

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ গভঃ ডিগ্রী কলেজ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়েছিলো, সেখানে কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ছিলো। প্রভাতফেরিটি কলেজে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়। প্রভাতফেরী শেষ হবার পর কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজনও করা হয়।
Number of participants
500
Service hours
3000
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Growth

Share via

Share