আলোক উৎসব ও বিদ্যূত সপ্তাহ উপলক্ষে সাইকেল র‍্যালী ।
Profile picture for user Scout Shakil Hasan_1
Bangladesh

আলোক উৎসব ও বিদ্যূত সপ্তাহ উপলক্ষে সাইকেল র‍্যালী ।

বাংলাদেশ উদযাপন করবে আলোক উৎসব। মহাজোট সরকারের ১০০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ডকে স্মরণীয় করে রাখতে আলোক উৎসব । সরকারের পৌনে ৫ বছরের মধ্যে তা ১০ হাজার মেগাওয়াটে পৌঁছেছে বলে দাবি করছেন তারা। এসময়ে বিদ্যুতের উৎপাদন তার আগের ৫০ বছরের সমান বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের হিসাবে, ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত দেশে স্থাপিত ৮৪টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ৯৭১৩ মেগাওয়াট। এর সঙ্গে ভারত থেকে আমদানি করা ৫০০ মেগাওয়াট যুক্ত করে দাঁড়িয়েছে ১০,২১৩ মেগাওয়াট। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পদ্ধতি হিসেবে দ্রুত ভাড়াভিত্তিক (রেন্টাল) বিদ্যুৎ কেন্দ্রের ওপর জোর দেয়ার নেতিবাচক দিক নিয়ে সমালোচনা রয়েছে। সেই সমালোচনার কথা আলোক উৎসবে উদ্বোধনের সময়ও মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে থাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, “কুইক রেন্টাল না থাকলে উন্নয়ন এ জায়গায় পৌছাতে পারত না।”
Number of participants
200
SDGS

Share via

Share