Profile picture for user sk tarak
Bangladesh

আজকের বঙ্গবাজার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড

বঙ্গবাজার হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার, বাংলাদেশ স্কাউটের বিভিন্ন রোভার ও স্কাউট দলের প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকার বঙ্গবাজারে প্রায় ৩ হাজার দোকান পুড়ে ছাই হয়েছে। প্রাথমিক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩০৫ কোটি টাকা। আর এই ক্ষতির পিছনে দায়ী সিগারেটের আগুন। কী কারণে বঙ্গবাজারে এই আগুন লাগে তা জানতে তদন্ত কমিটি গঠন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩০৫ কোটি টাকা। মার্কেটের তৃতীয় তলায় একটি এমব্রয়ডারি টেলার্স থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিগারেটের বা মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে। এই আগুনে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ৩০৫ কোটি টাকার।
সকালের মধ্যে একতা দেখে আমরা সকলে অনেক আনন্দিত হই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। সকল ভেদাভেদ ভুলে।
Started Ended
Number of participants
100
Service hours
18
Beneficiaries
2000
Location
Bangladesh
Topics
Peacebuilding
Leadership
Humanitarian action

Share via

Share