Profile picture for user rajnur1122
Bangladesh

আগুন নিয়ন্ত্রণের স্কাউট

বগুড়ার মেরিনা নদীবাংলা মার্কেটে আনুমানিক দুপুর ২টার দিকে এবং মালগ্রাম এলাকার একটি বসতবাড়িতে দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে। আমি নিজেও স্বেচ্ছাসেবক হিসেবে তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করি।
আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমি মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হই। সেখানে পৌঁছে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের সঙ্গে একযোগে আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশ নিই এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করি।
মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগ বা বিপদের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কেবল একজন মানুষের জীবনই নয়, একটি পরিবার কিংবা একটি সমাজ রক্ষা পেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে নির্দ্বিধায় এগিয়ে আসা উচিত, কারণ একে অপরের পাশে থাকলেই আমরা একটি সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই সত্যিকারের মানবতা।
Number of participants
20
Service hours
4
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Humanitarian action
Peacebuilding
Mental health
Peacebuilding

Share via

Share