অগ্নিনির্বাপন,অগ্নি প্রতিরোধ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক কোর্স. Fair Service & Civil Defence
রানা প্লাজা ধ্বসের কথা সবার মনে আছে হয়তো। তাজরিন গার্মেন্টসে আগুনের কথা ভুলার নয়।নৌকা,লঞ্চ ডুবিও হচ্ছে প্রায়ই।এরকম কত ভূমিকম্প দুর্যোগ আমাদের আশে পাশে ঘটছে। মানুষ আহত হচ্ছে,কিছু মানুষ হচ্ছে পঙ্গু। কিন্তু সামান্য সচেতনতা হয়তো পারত একজন মানুষের পঙ্গুত্বকে বাঁচাতে। এরকমও হতে পারে যে আমরা নিজেরাই এ সকল দুর্ঘটনার মধ্যে পড়ে গেলাম, অসম্ভব কিছু তো না। সাধারন মানুষ হিসেবে আমাদেরকে সচেতনতা ও সেলফ ডিফেন্সের অংশ হিসেবে বাংলাদশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজন করছে "অগ্নিনির্বাপন,অগ্নি প্রতিরোধ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক কোর্স"। এই ক্ষেত্রে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে জাগ্রত মানবতা। ১৮ বছর বয়স থেকে শুরু করে ৪০ বছর পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ নারী-পুরুষ যে কেউ অংশগ্রহণ করতে পারবে।