৬ষ্ঠ জাতীয় কমডেকা-২০১৮
টেকসই সমাজ বিনির্মানে স্কাউটিং" এই থীম নিয়ে ২০১৮ সালের ৩১ মার্চ থেকে ০৫ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলার হাইমচরের চরভাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল ৬ষ্ঠ জাতীয় কমডেকা ( কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প/ সমাজ উন্নয়ন ক্যাম্প)। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অানুষ্ঠানিক উদ্বোধন শেষে সমাজ সেবা ও সমাজ উন্নয়ন মূলক কাজের মধ্য দিয়ে কমডেকা শুরু হয়। কমডেকায় অামি সহ অামার ইউনিটের ৭ জন রোভার ও অামাদের রোভার স্কাউট লিডার অংশগ্রহন করি। অনুন্নত এলাকার সাধারন মানুষজনের সমাজ সেবা, সামাজিক সচেতনতা ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষে কাজ করে গেছি নিরন্তর। তার সাথে সাথে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নের জন্য সকলের সর্বাত্মক প্রচেষ্টা কমডেকার মানও উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করেছে।
#happy_scouting
Scouts creating a Better World
##Sheba Mukta Scout Group,Sirajganj