৬ ষ্ঠ জাতীয় কমডেকায় সমাজ সচেতন , সমাজ সেবা ওবৃক্ষ রােপন অভিযান ।

৬ ষ্ঠ জাতীয় কমডেকায় সমাজ সচেতন , সমাজ সেবা ওবৃক্ষ রােপন অভিযান ।

" টেকসই সমাজ বিনির্মানে স্কাউটিং " এই থীম নিয়ে ২০১৮ সালের ৩১ মার্চ থেকে ০৫ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলার হাইমচরের চরভাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল ৬ ষ্ঠ জাতীয় কমডেকা ( কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প / সমাজ উন্নয়ন ক্যাম্প ) । মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সমাজ সেবা ও সমাজ উন্নয়ন মূলক কাজের মধ্য দিয়ে কমডেকা শুরু হয় । কমডেকায় আমি সহ আমার ইউনিটের ৭ জন রােভার ও আমাদের রােভার স্কাউট লিডার অংশগ্রহন করি । অনুন্নত এলাকার সাধারন মানুষজনের সমাজ সেবা , সামাজিক সচেতনতা ও সামাজিক মূল্যবােধ বৃদ্ধির লক্ষে কাজ করে গেছি নিরন্তর । তার সাথে সাথে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গােল বাস্তবায়নের জন্য সকলের সর্বাত্মক প্রচেষ্টা কমডেকার মানও উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করেছে । #happy_scouting #quality_scouting Scouts creating a Better World
Number of participants
7
Service hours
168
Topics
Youth Programme
Legacy BWF
Good Governance
Communications and Scouting Profile
Global Support Assessment Tool

Share via

Share