৩ দিনের বেশি জমে থাকা পানি পরিষ্কার করুন!
এডিস নামের একটি ক্ষুদ্র মশার ফলে ডেঙ্গু, চিকনগুনিয়া মতো রোগ ছড়ায়। প্রতি বছর বছর বর্ষা কালে এ রোগ সমূহ ছড়ায়। এবং বিগত কয়েক বছরে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আকস্মিকভাবে বেড়েই চলেছে।
এডিস মশার বংশ বিস্তার নিধনে কর্মীদের পাশাপাশি নগরবাসীদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন।তাই নগরবাসীদের লিফলেটের মাধ্যমে সচেতন করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসের সামনে রাজউক উত্তরা মডেল কলেজ স্কাউট গ্রুপের সদস্যরা লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে।
আমরা সরাসরি ৩২০ জন কে লিফলেট দিয়েছি।এবং বিভিন্ন জায়গায় জায়গায় দেয়ালে পোস্টার লাগানোর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেছি। এই কাজের মাধ্যমে কেবল ৩২০ জনই নয় আরো অনকে উপকৃত হয়েছে বলে আমরা বিশ্বাস করি। কারণ ডেঙ্গু ও চিকনগুনিয়া মশাবাহিত রোগ।এই মশা জন্ম নিয়ে কাকে কামড়াবে তা কেউই বলতে পারবে না।
ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচতে ৩ দিনের বেশি জমে থাকা পানি ফেলে দিতে হবে।পানি জমে থাকে এমন জায়গা যেমন - চৌবাচ্চা,প্লাস্টিকের বোতল,পরিত্যক্ত কন্টেইনার,অব্যবহৃত গাড়ির টায়ার, ফুলের টব,এয়ারকুলারে যেন পানি জমে না থাকতে পারে, তাই নিয়মিত এগুলো পরিষ্কার করতে হবে। 'ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে আতঙ্ক নয়,মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন,মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন।ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে মুক্ত থাকুন।'