২য় কমিউনিটি বেইসড স্কাউট ক্যাম্প হাইকিং।
২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পে স্কাউটিংয়ের অন্যতম রোমাঞ্চকর কার্যক্রম হাইকিং সম্পন্ন করেছে স্কাউট ও রোভার স্কাউটরা। তাদের উপস্থিত বুদ্ধি, কৌশল ও সাহসের সাথে এই কার্যক্রম সম্পন্ন করতে হয়। হাইকিং এর যাত্রা শুর করে দূর্গম পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ঘেরাপথ দিয়ে, ফিল্ডবুক ও ট্রাকিং সাইনের সাহায্যে হাবিবুল্লার ছড়া পুকুর পাড় নামক স্থানে গিয়ে যাত্রা শেষ করে। সকল রোভার ও স্কাউটরা সমুদ্রের তীর ঘেঁষে এবং উঁচুউঁচু খাড়া পাহাড় বেয়ে তাদের সম্পন্ন করা রোমাঞ্চকর হাইকিং মিশন উপভোগ।