২য় কমিউনিটি বেইসড স্কাউট ক্যাম্প হাইকিং।

২য় কমিউনিটি বেইসড স্কাউট ক্যাম্প হাইকিং।

২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পে স্কাউটিংয়ের অন্যতম রোমাঞ্চকর কার্যক্রম হাইকিং সম্পন্ন করেছে স্কাউট ও রোভার স্কাউটরা। তাদের উপস্থিত বুদ্ধি, কৌশল ও সাহসের সাথে এই কার্যক্রম সম্পন্ন করতে হয়। হাইকিং এর যাত্রা শুর করে দূর্গম পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ঘেরাপথ দিয়ে, ফিল্ডবুক ও ট্রাকিং সাইনের সাহায্যে হাবিবুল্লার ছড়া পুকুর পাড় নামক স্থানে গিয়ে যাত্রা শেষ করে। সকল রোভার ও স্কাউটরা সমুদ্রের তীর ঘেঁষে এবং উঁচুউঁচু খাড়া পাহাড় বেয়ে তাদের সম্পন্ন করা রোমাঞ্চকর হাইকিং মিশন উপভোগ।
Number of participants
200
Service hours
1000
Topics
Legacy BWF
Partnerships
Good Governance

Share via

Share